শিরোনাম
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

আরএনবিকে সক্রিয় থাকার নির্দেশ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

রেলওয়ের যে কোনো দফতরের টেন্ডার শিডিউল জমা ও খোলার নির্ধারিত সময়ে রেলের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) সদস্যদের  সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ মকবুল আহম্মদ। গতকাল রেলওয়ে নিরাপত্তাবাহিনীর প্রধান (পূর্বাঞ্চল) আমিনুর রশীদকে এ নির্দেশনা দেন। টেন্ডারের সময় কোনো ধরনের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে রেল কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতা এবং প্রতিনিয়ত র‌্যাব-পুলিশ টিমের উপস্থিতি নিশ্চিত করতে চিঠিও দেন দায়িত্বশীল রেল কর্তারা। গতকাল বাংলাদেশ প্রতিদিনে ‘রেলের টেন্ডার বক্সের নিরাপত্তায় আরএনবির ভ‚মিকা প্রশ্নবিদ্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তিনি এ নির্দেশনা দেন। এ ছাড়া বিকালে জিএম মো. মকবুল আহম্মদ চট্টগ্রাম রেলস্টেশনে সরেজমিনে গিয়ে ট্রেন চলাচল, নিরাপত্তাবাহিনীর কর্মকাণ্ড, চলমান প্রকল্পের কাজের অগ্রগতিসহ বিভিন্ন কাজের মনিটরিং করেন। এ সময় চিফ ইঞ্জিনিয়ার (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, ডিআরএম মফিজুর রহমান, স্টেশন ম্যানেজার আবুল কালাম, স্টেশন মাস্টার মাহবুবুল আলম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, টেন্ডারের সময় দায়িত্ব পালন না করলেও বিভিন্ন ধরনের গোপন তথ্য দিয়ে টেন্ডারবাজদের ‘কৌশলে’ সহযোগিতা করে আসছেন অসাধু আরএনবি সদস্যরা। পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ মকবুল আহম্মদ বলেন, রেলওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থাপনা রক্ষার দায়িত্বে রয়েছে আরএনবি। রেলের যে কোনো টেন্ডারের শিডিউল জমা ও খোলার সময় আরএনবির একজন হাবিলদার ও দুজন প্রহরীকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে; যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে। কেউ কোনো অনিয়মে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর