বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংসদের মর্যাদা ক্ষুণ্নের উদ্দেশ্য নেই : টিআইবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশে কোনো প্রতিবেদন তৈরি করা হয়নি। সম্পূর্ণ বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। জাতীয় সংসদের কার্যকারিতা বৃদ্ধি করার উদ্দেশ্য নিয়েই সংসদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গত ২৫ অক্টোবর পার্লামেন্ট ওয়াচ শীর্ষক গবেষণা প্রতিবেদনের বিভিন্ন  প্রতিক্রিয়ার ব্যাখ্যা দিয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, টিআইবির গবেষণা পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বহুমুখী মন্তব্য এবং অভিমতের প্রতি টিআইবির দৃষ্টি আকর্ষিত হয়েছে। বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে, উলি­খিত প্রতিবেদন সম্পূর্ণ বস্তুনিষ্ঠ, তথ্য-নির্ভর, গবেষণা-প্রসূত যা সংসদ সচিবালয়, সংসদে প্রত্যক্ষ পর্যবেক্ষণ ও বিটিভি প্রচারিত সরাসরি সম্প্রচার থেকে প্রাপ্ত। জাতীয় সংসদের প্রাতিষ্ঠানিক মর্যাদা বিন্দুমাত্র ক্ষুণ্ন করা টিআইবির উদ্দেশ্য নয়। সংসদের প্রতি প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণের প্রত্যাশা পূরণ, আস্থা ও সম্মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে এ লক্ষ্যেই ওই গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালিত হয়।

তবে প্রতিবেদনের কোনো অংশ বা নির্বাহী পরিচালকের কোনো বক্তব্যে যদি কোনো সংসদ সদস্য আহত হয়ে থাকেন তাহলে তা কেবলই ভুল বোঝাবুঝির কারণে হয়েছে।

সর্বশেষ খবর