শিরোনাম
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুখে কালো কাপড় বেঁধে নন-এমপিও শিক্ষকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ১৭তম দিনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচিতে তারা মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন। এর আগে শিক্ষক-কর্মচারীরা ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ জাতীয় প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি পালন করে তারা। এরপর ৩০ অক্টোবর থেকে ৬ দিন অনশন কর্মসূচি পালনকালে শিক্ষক-কর্মচারীরা অসুস্থ হয়ে পড়েন। তখন নাগরিক সমাজের অনুরোধে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। তবে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন। গতকাল তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন গণফোরাম সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

সর্বশেষ খবর