শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়!

ভয়ে মুখ খুলছেন না অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

২০১৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে বরিশাল শিক্ষা বোর্ড নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এবারও অতিরিক্ত টাকা নেওয়া হলেও এ নিয়ে প্রতিবাদ করলে সন্তানের ব্যবহারিক পরীক্ষায় নম্বর কম দেওয়ায় আশঙ্কায় বিষয়টি চেপে যাচ্ছেন অভিভাবকরা। তবে বরাবরের মতোই অভিভাবক কিংবা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মো. আলমগীর।  জানা যায়, গত ১২ নভেম্বর থেকে শুরু হয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ। যা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগে নির্ধারিত ফি সাকুল্যে ১ হাজার ৪৪৫ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ১ হাজার ৩৫৫ টাকা। পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি গ্রহণ করে ফরম পূরণ করার জন্য গত ৩ নভেম্বর শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে সতর্ক বিজ্ঞপ্তি দিয়েছে। অথচ বরিশাল নগরীর নামিদামি স্কুলসহ বোর্ডের আওতাধীন প্রায় প্রতিটি উপজেলার স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ ২ হাজার ৩০০ থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করেছে বলে অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের দাবি, তারা অতিরিক্ত টাকা নিচ্ছেন ৩ মাসের কোচিং ফি হিসেবে। বরিশাল নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, দলিল উদ্দিন বালিকা বিদ্যালয়ে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত ফরম পূরণের ফি নেওয়া হচ্ছে। এসব স্কুলের শিক্ষকরাও কোচিং ফি বাবদ অতিরিক্ত টাকা নিচ্ছে বলে দাবি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর