শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জালিয়াতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি

রাবি প্রতিনিধি

জালিয়াতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতকারীদের মধ্যে টাকার ভাগ নিয়ে মারামারি হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে জালিয়াত চক্রের এ ঘটনায় পুলিশ ফজলে রাব্বি নামে একজনকে আটক করেছে। পুলিশ ও ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ৯-১২ নভেম্বর হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিষয়ে ছাত্রলীগের কিছু কর্মী প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ থেকে ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থী ফজলে রাব্বির মাধ্যমে জালিয়াত চক্রের সঙ্গে যোগাযোগ করেন। এরপর কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মূল সনদ ফজলে রাব্বি জালিয়াত চক্রের কাছে রেখে দেন। চান্স পাওয়ার পর টাকার মাধ্যমে ফেরত দেওয়ার বিষয়ে ছাত্রলীগ কর্মী ও জালিয়াত চক্রের মধ্যে চুক্তি হয়। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রলীগ কর্মীরা জালিয়াত চক্রকে কোনো টাকা না দিয়ে তাদের কাছে থাকা ভর্তিচ্ছুদের মূল সনদ উদ্ধারের চেষ্টা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর