শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না

-------- বিএনপি

নিজস্ব প্রতিবেদক

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। এ জন্যই আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনকে এড়িয়ে যেতে চায়। সুষ্ঠু নির্বাচনকে এড়িয়ে সরকার একদলীয় শাসন ব্যবস্থার বিনাসী পথে অগ্রসর হচ্ছে।

গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার‌্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ কথা বলেন। বিএনপির মুখপাত্র বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার অলীক স্বপ্ন দেখছে। কারণ, তারা জনগণের প্রাণের স্পন্দন দেখতে পাচ্ছে না। স্বৈরাচারী  দৃষ্টিভঙ্গিই  তাদের অন্ধ করে রেখেছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ফজলুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর