শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংবাদ পরিবেশনের আহ্বান স্পিকারের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গঠনমূলক সমালোচনার মাধ্যমে তথ্যবহুল সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংবাদে যত বেশি তথ্য উঠে আসবে, জনগণ দেশ সম্পর্কে তত বেশি জানতে পারবে। গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ‘দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া। শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য মধুসূদন মণ্ডল। বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালের সঞ্চালনায় ১০টি ইউনিয়নের সভাপতিগণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। স্পিকার বলেন, সংবাদপত্র শুধু শক্ত জনমতই গঠন করে না, জনগণকে প্রভাবিতও করে।

সর্বশেষ খবর