রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রেলের নিয়োগবাণিজ্যে সক্রিয় সেই চক্রটি

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

রেলের নিয়োগবাণিজ্যে সক্রিয় সেই চক্রটি

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) জনবল নিয়োগকে কেন্দ্র করে প্রায় ৮ কোটি টাকার বাণিজ্যের প্রস্তুতি চ‚ড়ান্ত বলে অভিযোগ উঠেছে। পদ ভেদে ৬ থেকে ১৫ লাখ টাকা নেওয়া হচ্ছে বলে গোপন সূত্রে জানা গেছে। আর এই অনৈতিক বাণিজ্যের নেপথ্যে রয়েছেন সেই আলোচিত জিএম ইউসুফ আলী মৃধার ঘনিষ্ঠজন ঢাকা বিভাগীয় নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হকের অনুগতরা। রেল সূত্রে জানা যায়, রেলের পূর্বাঞ্চলে এসআই, এএসআই ও প্রহরী পদে নিয়োগের নিমিত্তে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ চট্টগ্রামে শুরু হচ্ছে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা। চাকরির সর্বশেষ এই কার্যক্রমকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্যে সক্রিয় একটি চক্র। সূত্র মতে, এসআই ও এএসআইর পদ সংখ্যা কম হওয়ায় এ নিয়ে তেমন বাণিজ্যের খবর পাওয়া যায়নি। মূলত প্রহরী পদে নিয়োগ নিয়ে চক্রটিকে বেশি সক্রিয় দেখা গেছে। ‘উপরের’ (রেল ভবনের) নাম ভাঙিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন আএনবির চিহ্নিত সদস্য ও দালাল চক্রটি। একান্ত নিজস্ব লোকের মাধ্যমে গোপনে এই অনৈতিক বাণিজ্য করছেন তারা। বেশ কয়েকজন চাকরি প্রার্থীর সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট অনেকেই বলছেন, এএসআই পদে নিয়োগ অনেকটা চ‚ড়ান্ত।  মৌখিক পরীক্ষাটি আইওয়াশ মাত্র । সূত্রটি আরও জানায়, আগে রেলের নিয়োগ বাণিজ্যে জড়িত সাবেক জিএম ইউসুফ আলী মৃধার ঘনিষ্টজন ঢাকা বিভাগীয় নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হক গ্রেফতার হয়েছিলেন। সেই এনামুল হকের ঘনিষ্টরা রয়েছেন বর্তমান প্রহরী নিয়োগ কমিটিতে। আর অনৈতিক কার্যকলাপে জড়িত এই চক্রটি। এদিকে রেলে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন ধরনের অনিয়ম ঠেকাতে ইতিমধ্যে রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি কঠোর নির্দেশনা দিয়েছেন। দায়িত্বশীলদের নজরদারিতেও রেখেছেন তিনি। অনিয়মে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ও নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ মকবুল আহম্মদ । তিনি বলেন, কেউ অনিয়ম বা নিয়োগ বাণিজ্যে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর