সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার বোর্ড সভায় পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় ও মহানগর কমিটি এ দাবি জানান। গত ৭ নভেম্বর ওয়াসার ৩০তম বোর্ড সভায় আগামী ১ জানুয়ারি থেকে ৫ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব অনুমোদন হয়।

ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম নাজের হোসাইন বলেন, ওয়াসার সরবরাহ করা পানির ৮৮ শতাংশই আবাসিক গ্রাহক। ওয়াসা দিনে মাত্র ২১ মিলিয়ন লিটার পানি সরবরাহ করে। যা চাহিদার মাত্র ৪২ শতাংশ। ফলে নগরীর বেশির ভাগ এলাকায় পানির জন্য হাহাকার অবস্থা বিরাজ করে।

সর্বশেষ খবর