সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্যাংক কোম্পানি আইন পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদ্যমান ব্যাংক কোম্পানি আইন পুঁজিবাজারে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করছে। এ ছাড়া পুঁজিবাজারে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাড়তি বিনিয়োগ সমন্বয়ের সময়সীমা দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হবে। গতকাল শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নিজ কার‌্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি আরও বলেন, সরকারের নেওয়া মেগা উন্নয়ন প্রকল্পগুলো সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়।

সর্বশেষ খবর