সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাঁচ টাকা এখন থেকে সরকারি মুদ্রা

নিজস্ব প্রতিবেদক

দুই টাকার কয়েন/নোট এত দিন সরকারি মুদ্রা হিসেবে প্রচলিত ছিল। কিন্তু দুই টাকার ক্রয় ক্ষমতা আগের তুলনায় হ্রাস পাওয়ায় এখন থেকে পাঁচ টাকার মুদ্রা সরকারি মুদ্রা হবে। এই লক্ষ্যে বাংলাদেশ কয়েনজ অর্ডার, ১৯৭২-এ  সংশোধনী এনে  সংসদে ‘বাংলাদেশ কয়েনজ (এমেন্ডমেন্ট) বিল, ২০১৫’  বিল গতকাল পাস হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, পাঁচ টাকার যে কয়েন বর্তমানে বাজারে রয়েছে সেটির আইনগত বৈধতা ছিল না। এ আইনের মধ্য দিয়ে সেই কয়েন বৈধতা পাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর