মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হয়রানির অভিযোগে ওসিসহ তিন পুলিশ কর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হয়রানির অভিযোগে ওসিসহ তিন পুলিশ কর্তা বরখাস্ত

এক শিল্পপতিকে হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া অন্যরা হলেন উপ-পরিদর্শক সুজন বিশ্বাস ও একরামুল হক। গতকাল বরখাস্তের আদেশ সিএমপিতে এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ওসি তদন্ত নুরুল আবছারকে বায়েজীদ থানার দায়িত্ব দেওয়া হয়েছে। সিএমপির অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) একেএম শহীদুর রহমান বলেন, ‘পুলিশ সদর দফতরের গঠিত তদন্তে বায়েজীদ থানার ওসিসহ তিন কর্মকর্তার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। সেই কমিটির সুপারিশ অনুযায়ী তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ জানা যায়, গত ৪ আগস্ট সুপার রিফাইনারির একটি ট্যাংকলরি আটক করে বায়েজীদ থানার উপ-পরিদর্শক সুজন বিশ্বাস। প্রয়োজনীয় কাগজ দেখানোর পরও অবৈধ তেল পরিবহনের অভিযোগ তুলে কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করে বায়েজীদ থানা পুলিশ। পরে কোম্পানির চেয়ারম্যান হয়রানির অভিযোগ এনে আইজিপি বরাবরে অভিযোগ করেন। এই অভিযোগের তদন্তে হয়রানির সত্যতা পেলে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেন। এ ছাড়া একই সঙ্গে সহকারী কমিশনার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত উপ-কমিশনার শেখ শরিফুল ইসলাম, উপ-কমিশনার পরিতোষ ঘোষ এবং কমিশনার আবদুল জলিল মণ্ডলের বিরুদ্ধে তদারকির গাফিলতির সত্যতা পায় কমিটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর