মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিচারবহির্ভূত হত্যা কখনো গ্রহণযোগ্য নয় : ড. মিজান

মেহেরপুর প্রতিনিধি

বিচারবহির্ভূত হত্যা কখনো গ্রহণযোগ্য নয় : ড. মিজান

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কখনোই কোনো সমাজে, কোনো সভ্য রাষ্ট্রে যেখানে আইনের শাসনের ন্যূনতম একটি মানদণ্ড রয়েছে সেখানে গ্রহণযোগ্য হতে পারে না। সব সময়ই আমরা এটার সমালোচনা করি এবং আমরা তা পরিত্যাজ্য বলে মনে করি। এটা শুধু মানবাধিকার কমিশনের একার কাজ নয়, সবাইকে সমস্বরে তা রুখে দিতে হবে। তিনি বলেন, ধ্বংসাত্মক রাজনীতি যারা করেন তাদের থেকেও জনগণকে সাবধান করে দিতে হবে। যেন কোনো অজুহাত না থাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, যাতে বিচারবহির্ভূতভাবে তার প্রাণটি কেড়ে নিতে পারে। গতকাল সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিন এসব কথা বলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মজিবুল হক, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অলোক কুমার দাস উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর