মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
হাইকোর্টের রুল জারি

বিসিএস প্রতিবন্ধী কোটায় নিয়োগ না দেওয়া কেন অবৈধ নয়

নিজস্ব প্রতিবেদক

শতকরা এক ভাগ কোটার ভিত্তিতে বিসিএসের ক্যাডার পদে উত্তীর্ণ প্রতিবন্ধী প্রার্থীদের নিয়োগের সুপারিশ না করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই নির্দিষ্ট হারের কোটা অনুযায়ী রিটকারীদের কেন নিয়োগ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব ও পিএসসির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ পাঁচ প্রতিবন্ধী এ রিট করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর