মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

৩৮ বছর পর দেশে ফিরলেন ড. মোমেন

প্রতিদিন ডেস্ক

৩৮ বছর পর যুক্তরাষ্ট্র থেকে স্থায়ীভাবে দেশে ফিরলেন জাতিসংঘের সদ্য সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন। বঙ্গবন্ধুকে হত্যার পর তৎকালীন ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে ১৯৭৮ সালে সরকারি চাকরি হারিয়ে যুক্তরাষ্ট্রে যান সিলেটের এই সন্তান। এরপর লেখাপড়া করেছেন খ্যাতনামা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। সৌদি অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিশ্বব্যাংকেও চাকরি করেন তিনি। খবর এনআরবি নিউজের। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘে যোগ দেন ২০০৯ সালের ২৬ আগস্ট। দীর্ঘ ছয় বছর দুই মাস পর গত ৩০ অক্টোবর স্থায়ী প্রতিনিধির দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে তিনি দেশে ফেরেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর