মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

শেকৃবি প্রতিনিধি

কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কৃষি আজ বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। পৃথিবীর সব দেশেই গবেষণার মাধ্যমে কৃষিকে নবতর স্তরে নিয়ে যাওয়ার প্রয়াস অব্যাহত রয়েছে। ফলে কৃষি উন্নয়নে গবেষণার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে জনগণের খাদ্য চাহিদা, ভ‚মির অপ্রতুলতা, বিদ্যমান জলবায়ু ও পরিবেশ মাথায় রেখে কৃষিবিজ্ঞানীদের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে সভাপতির ভাষণে এসব কথা বলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ১৬ কোটি মানুষের খাদ্যের জোগানসহ বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। স্বল্প পরিসরে হলেও বাংলাদেশ আজ বিশ্বে খাদ্য রপ্তানি করছে এটা স্বাধীন বাংলাদেশে একটি বিশাল অর্জন। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ : রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের শক্তিশালী অবস্থান পুনরায় তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর