মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রত্যেককে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় - আইজিপি

বিশেষ প্রতিনিধি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, প্রত্যেক ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তবে যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে, তাদের নিরাপত্তা-বলয়ের মধ্যে আনা হয়েছে। অনেককে নিরাপত্তা-সংক্রান্ত পরামর্শ দেওয়াও হয়েছে। তাদের সঙ্গে পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে।

গতকাল পুলিশ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, মোবাইলে এসএমএস পাঠিয়ে অধ্যাপক আনিসুজ্জামানকে যে ব্যক্তি হত্যার হুমকি দিয়েছিল, তাকে শনাক্ত করা হয়েছে। ওই মোবাইল ফোনের মালিককে আটক করেছিল পুলিশ। পরে তদন্তে দেখা যায়, ওই ব্যক্তি নির্দোষ। তার নম্বর ক্লোন করে আরেকজন ওই হুমকি দিয়েছে। পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। যে ব্যক্তি হুমকি দিয়েছিল তাকে শনাক্ত করা গেলেও এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। হুমকিদাতার সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতা আছে কি না, জানতে চাইলে আইজিপি শহীদুল বলেন, ‘সেটি আমরা তদন্ত করে দেখছি।

সর্বশেষ খবর