বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সরকারি স্কুলে ভর্তির আবেদন ৩০ নভেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩০ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে রাজধানীর বিভিন্ন সরকারি স্কুলে। ৩৫টি স্কুলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একজন শিক্ষার্থী একটি ভাগ থেকে একটি স্কুলেই কেবল আবেদন করতে পারবে। প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারির মাধ্যমে। দ্বিতীয় থেকে অস্টম শ্রেণি পর্যন্ত নেওয়া হবে পরীক্ষা। নবম শ্রেণিতে জেএসসি ও জেডিসির ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। গতকাল সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরে সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিকালে বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়েও  বৈঠক করে মাউশি কর্তৃপক্ষ। তাদের ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করে ৪০ শতাংশ এলাকা কোটা অনুসরণ করতে বলা হয়েছে। মাউশির মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, পরিচালক (মাধ্যমিক), উপ-পরিচালক (মাধ্যমিক), সরকারি স্কুলের ৩৫জন ও বেসরকারি স্কুলের ২০ জন প্রধান শিক্ষক বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায়, সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে www.gsa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। টেলিটক মোবাইলে আবেদন ফি ১৫০ টাকা দিতে হবে। আগামী ১৩ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত এই আবেদন করা যাবে। দ্বিতীয় থেকে অস্টম শ্রেণি পর্যন্ত ‘এ’ গ্র“পের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর, ‘বি’ গ্র“পের লিখিত পরীক্ষা ১৮ ডিসেম্বর ও ‘সি’ গ্র“পের লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২৬ ডিসেম্বর প্রথম শ্রেণির লটারি অনুষ্ঠিত হবে। জেএসসি পরীক্ষার ফল দেওয়ার পরই লিখিত পরীক্ষার ফল দেওয়া হবে। ১ জানুয়ারি থেকে ভর্তি শুরু হবে।

সর্বশেষ খবর