বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তিন সচিবের বিরুদ্ধে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

খাদ্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয়কারী যন্ত্র সংগ্রহ না করায় আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, খাদ্য ও স্বাস্থ্য সচিবকে রুলের  জবাব দিতে বলা হয়েছে। একটি আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। পরে খাদ্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয়কারী ‘জেড ৩০০’ মডেলের ফরমালডিহাইড মিটার যন্ত্রকে সরকারের দুটি প্রতিষ্ঠান সঠিক যন্ত্র নয় বলে আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত সাত দিনের মধ্যে ফরমালিন মাপার সঠিক যন্ত্র নির্বাচন করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন এবং সংগ্রহের ব্যবস্থা করতে নির্দেশ দেন। কিন্তু আদালতের এ আদেশ বাস্তবায়নের বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় আইনজীবী মনজিল মোরসেদ তিন সচিবসহ সাত কর্মকর্তাকে আইনি নোটিস দেন।

সর্বশেষ খবর