বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গ্রামে অভাব বলতে কিছু নেই : আমু

নিজস্ব প্রতিবেদক

গ্রামে অভাব বলতে কিছু নেই : আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশের গ্রামে এখন অভাব বলতে কিছু নেই। গ্রামে এখন ৪০০ টাকার নিচে কোনো কাজের মানুষ পাওয়া যায় না। বর্তমানে শহরের তুলনায় গ্রামের শ্রমজীবী মানুষ অধিক সচ্ছল। এসএমই শিল্প খাত বিকাশের ফলে এটি সম্ভব হয়েছে। গ্রামভিত্তিক অর্থনীতি জোরদারের লক্ষ্যে বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়নের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে এসএমই শিল্পায়ন কার্যক্রম বেগবান হয়েছে। গতকাল রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এফবিসিসিআই পরিচালক বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ, প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর