বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বসুন্ধরা সিমেন্টের নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা সিমেন্টের নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর যাত্রাবাড়ীর একটি হোটেলে রাজমিস্ত্রিদের নিয়ে এ কর্মশালা আয়োজন করা হয়। সঠিক নির্মাণসামগ্রী ও মানসম্মত কাজের ওপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন সংশ্লিষ্টরা। কর্মশালার শুরুতে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে নির্মাণসামগ্রীর গুণগতমান ও বসুন্ধরা সিমেন্টের প্রযুক্তিমানের ওপর সচিত্র প্রতিবেদন প্রদর্শিত হয়েছে। এ ছাড়া সিমেন্টের সেটিংস টাইম, রং, সঠিক ধারণক্ষমতার ওপর আলোচনা করা হয়। প্রায় দেড় শ’ রাজমিস্ত্রি এ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় প্রতিষ্ঠানের ডিজিএম প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া বলেন, বর্তমানে দেশের আইকনিক নির্মাণ প্রকল্প পদ্মা সেতুতে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর