বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দলীয় প্রার্থীর বিধান রেখে স্থানীয় নির্বাচনের চার বিল সংসদে

রাজনৈতিক অঙ্গীকার রক্ষার সুযোগ সৃষ্টির আশাবাদ

নিজস্ব প্রতিবেদক

সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচনে বিধান রেখে সংসদীয় কমিটি জাতীয় সংসদে পৃথক চারটি বিলের রিপোর্ট প্রদান করেছে। বিলগুলো হলোÑ স্থানীয় সরকার (সিটি কপোরেশন) সংশোধন আইন ২০১৫, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন ২০১৫, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) সংশোধন আইন ২০১৫ এবং স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন ২০১৫।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অষ্টম অধিবেশনের গতকালের বৈঠকে বিলগুলোর রিপোর্ট উত্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।  এর আগে গত ১৫ নভেম্বর উত্থাপিত হয় এবং বিলগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে প্রেরণ করা হয়। স্থায়ী কমিটি ‘ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য’ শব্দগুলোর পরিবর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শব্দ প্রতিস্থাপন, উপজেলা পরিষদ বিল থেকে ‘ও মহিলা সদস্য’ শব্দগুলো বিলুপ্ত করার, পৌরসভার বিলে কোনো পৌরসভার মেয়র এবং সিটি করপোরেশন বিলের ৩২ক ধারা নতুনভাবে প্রতিস্থাপন করে বলা হয়, ‘ধারা-৯-এর বিধান সাপেক্ষে কোনো সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।’ বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতির ৩ অনুচ্ছেদে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে জনগণ ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সরাসরি অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবি উত্থাপিত হয়ে আসছে। জনগণের গণতান্ত্রিক এই প্রত্যাশার প্রতি গুরুত্ব প্রদান করে রাজনৈতিক দলসমূহের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে দলীয়ভাবে মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এতে প্রার্থীদের দায়বদ্ধতা সৃষ্টি হবে এবং যথাযথভাবে রাজনৈতিক অঙ্গীকার পালনের সুযোগ সৃষ্টি হবে। ৪ অনুচ্ছেদে বলা হয়েছে, স্থানীয় সরকার আইনে নির্বাচনে প্রার্থিতার জন্য রাজনৈতিক দল কর্তৃক প্রার্থী মনোনয়নের সুযোগ নেই। এ জন্য রাজনৈতিক দল মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করার বিধান সংযোজন প্রয়োজন। এ জন্য আইনের ২ ধরায় রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর সংজ্ঞা সুনির্দিষ্ট করা প্রয়োজন।

সর্বশেষ খবর