বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নতুন রেললাইন নির্মাণসহ সাত দরপ্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ  নির্মাণসহ মোট সাতটি দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব প্রকল্প বাস্তবায়ন করতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ২৬৫ কোটি ৭০ লাখ টাকা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ শীর্ষক  প্রকল্পের আওতায় পাবনা থেকে ঢালারচর পর্যন্ত ৫৩ দশমিক ৮০ কিলোমিটার মেইন লাইন নির্মাণ করা হবে। ৩ দশমিক ৯ কিলোমিটার লুপলাইন নির্মাণ কাজের প্রস্তাবটির অনুমোদন দেওয়া  হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতধীন বঙ্গবন্ধু সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের অপারেটর নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মোস্তাফিজুর রহমান বলেন, দেশের কৃষি উৎপাদনে সারের জোগান অব্যাহত রাখতে রাষ্ট্রীয় পর্যায়ে কাতারের সঙ্গে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় মোট ৬ লাখ টন ব্যাগড ইউরিয়া সার আমদানির দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে দরপত্রের মাধ্যমে ১ লাখ টন ব্যাগড গ্রিল্ড ইউরিয়া সার আমদানির অন্য একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর