বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জনগণকে ক্ষমতাহীন করা হয়েছে : ড. কামাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, গত চার দশক বিভিন্ন অগণতান্ত্রিক হস্তক্ষেপের মাধ্যমে বার বার সংবিধানে বিতর্কিত পরিবর্তন করে জনগণকে ক্ষমতাহীন করা হয়েছে। জনগণ সংবিধানের এসব বিতর্কিত পরিবর্তন নীরবে মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাঙলার পাঠশালা বাংলাদেশ সংবিধান প্রথম সম্মাননা স্মারক-২০১৫’ এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ১৯৭২ সালে গৃহীত সংবিধানের মৌলিক নীতিসমূহ অক্ষুণ্ণ রাখতে জনগণ অবিচল সংগ্রাম অব্যাহত রেখেছে। সময় এসেছে সংবিধানের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা মূল্যায়ন করার। ড. কামাল হোসেন বলেন, সংখ্যাগরিষ্ঠ জনগণ গ্রামে বসবাস করা সত্তে¡ও গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

সভায় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ড. শাহদীন মালিক, ড. এম এম আকাশ প্রমুখ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর