শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফাও খাওয়ার অত্যাচারে বিশ্ববিদ্যালয় ডাইনিং বন্ধ

পাবনা প্রতিনিধি

ছাত্রলীগ নেতাদের বাকি ও ফাও খাওয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ডাইনিং বন্ধ করে দিয়েছেন ঠিকাদার। বুধবার রাত থেকে খাওয়া নিয়ে চরম বিপাকে পড়েছেন ওই হলের কয়েক শ’ আবাসিক শিক্ষার্থী। ক্যান্টিনের ঠিকাদার আজমত আলী বিশ্বাস বলেন, ‘বঙ্গবন্ধু হলের ক্যান্টিনের দায়িত্ব নেওয়ার পর থেকেই ছাত্রনেতাদের অনৈতিক দাবি মেটাতে অতিষ্ঠ হয়ে গেছি। হল শাখা ছাত্রলীগ সভাপতি আসিফ ও সাধারণ সম্পাদক মারুফসহ একাধিক ছাত্রনেতা হাজার হাজার টাকা বাকি খান। বাকি টাকা চাইলেই অসৌজন্যমূলক আচরণ করেন তারা। মাঝেমধ্যেই ১০-১৫ জন এসে নিজেরাই খাবার নিয়ে খাওয়া শুরু করে দেন। টাকা চাইলেই তারা খারাপ ব্যবহার করেন।’ এ প্রসঙ্গে ওই হলের একাধিক সাধারণ শিক্ষার্থী জানান, ছাত্রনেতাদের অযৌক্তিক দাবির কারণে হলের ডাইনিং বন্ধ হয়েছে। ওইসব ছাত্রনেতার দাবি মেটানো ও ডাইনিংয়ের মালিক আর্থিক বিষয়টি সমন্বয় করতে গিয়ে খাবারের মানও খারাপ করে ফেলছেন। ছাত্রনেতাদের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা কেন ভোগান্তির শিকার হব? তারা বিষয়টির দ্রুত সুষ্ঠু সুরাহার দাবি জানান। বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাশেদ কবির বলেন, এ হলে ৫ শতাধিক আবাসিক শিক্ষার্থী রয়েছেন। দ্রুত আলোচনাসাপেক্ষে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদ চৌধূরী আসিফ বলেন, খাবারের মান খারাপ হওয়ায় সাধারণ শিক্ষার্থীরাই ক্যান্টিন বন্ধ করে দিয়েছেন। আমরা বাকি খেলেও মাস শেষে তা দিয়ে দিই।’ সাধারণ সম্পাদক আবদুল্লাহ মারুফ বলেন, হলের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। নিজেরা বাঁচতেই আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।

সর্বশেষ খবর