শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পোস্টার ব্যানারে ঢাকা পড়ছে জলঢাকা

আবদুল বারী, নীলফামারী

পোস্টার ব্যানারে ঢাকা পড়ছে জলঢাকা

সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ঢাকা পড়ছে নীলফামারী জেলার জলঢাকা পৌর এলাকা। মতবিনিময়, উঠান বৈঠকে প্রার্থিতার জানা দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। জানা গেছে, বিএনপির একক প্রার্থী জলঢাকা পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আনোয়ারুল কবির চৌধুরীর ছেলে উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফায়সাল কমেড। অন্যদিকে পৌর আমির আলহাজ মকবুল হোসেনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে কার্যক্রম শুরু করেছে জামায়াত। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশীরা হলেন- জলঢাকা উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ কেন্দীয় কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাবেক জলঢাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মহসিন আলী, উপজেলা যুবলীগ আহ্বায়ক সারোয়ার হোসেন সাদের, আওয়ামী লীগ নেতা একে আজাদ। এছাড়া প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন জাসদ জেলা সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম। বর্তমান মেয়র জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন বাবলু জানান, এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। জোটের প্রার্থী হিসেবে অংশ নেওয়ার চেষ্টা করব। পৌর নির্বাচন ঘিরে জলঢাকা উপজেলা আওয়ামী লীগ বর্তমানে দুভাগে বিভক্ত হওয়ায় বিপাকে পড়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিভক্তির কারণে একেক গ্রুপ থেকে এক বা একাধিক প্রার্থিতা ঘোষণার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর