শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সৈয়দপুরে ডিজিটাল প্রচারণা

সৈয়দপুরে ডিজিটাল প্রচারণা

আসন্ন পৌর-নির্বাচনে নীলফামারীর সৈয়দপুরে প্রচারণা চলছে ফেসবুকে (ফেসবুক সাময়িক বন্ধ)। এছাড়া ডিজিটাল ব্যানার ও পত্রিকার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েও পৌরবাসীকে পক্ষে টানার চেষ্টা করছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সাংগঠনিক জেলা সৈয়দপুর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার পুনরায় মেয়র পদে নির্বাচন করবেন। তবে কোনো কারণে সমস্যা হলে সেক্ষেত্রে মেয়র পদে বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বা অন্য কেউ প্রার্থী হতে পারেন। অপরদিকে আওয়ামী লীগের হয়ে সাবেক মেয়র আখতার হোসেন বাদল, সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভলু, ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা দিলনেওয়াজ খান, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন মনোনয়ন লাভের চেষ্টা করছেন। জাতীয় পার্টি থেকে ব্যবসায়ী সিদ্দিকুল আলম, ঠিকাদার জয়নাল আবেদীন মেয়র পদে প্রার্থী হওয়ার চেষ্টা চালাচ্ছেন দলীয় ফোরামে। জামায়াত নির্বাচনে অংশ নিতে না পারলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাফেজ আব্দুল মুনতাকিম নির্বাচনে অংশ নেবেন। স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ দুভাগে বিভক্ত। ফলে আসন্ন পৌর নির্বাচন নিয়ে বিপাকে তৃণমূল নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর