শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজ সুফিয়া কামালের ১৬তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

আজ সুফিয়া কামালের ১৬তম মৃত্যুবার্ষিকী

আজ কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুফিয়া কামালের ১৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর‌্যাদায় সমাহিত করা হয়। বাংলাদেশি নারীদের মধ্যে তিনিই প্রথম এ সম্মান লাভ করেন। ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদের মামার বাড়িতে জম্নগ্রহণ করেন সুফিয়া কামাল। তার বাবার নাম সৈয়দ আবদুল বারী। যে সময়ে সুফিয়া কামালের জম্ন তখন বাঙালি মুসলিম নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। স্বশিক্ষায় শিক্ষিত হন তিনি। মহীয়সী এই নারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নানা আয়োজনে তাকে স্মরণ করবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। সন্ধ্যা সাড়ে ৬টার এ আয়োজন সাজানো হবে কথামালা, শ্রদ্ধাঞ্জলি, গান, কবিতা ও নৃত্য দিয়ে।

সর্বশেষ খবর