শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জানুয়ারিতে চার দেশে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মাসে চূড়ান্ত হবে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল (বিবিআইএন) এ চার দেশের মধ্যে যান চলাচলে মাশুলসহ অন্যান্য বিষয়। আর আগামী জানুয়ারি থেকে এ চার দেশের মধ্যে সড়কপথে যাত্রী ও ব্যক্তিগত এবং পণ্যবাহী যান চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হবে। গতকাল সচিবালয়ে বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র‌্যালি ২০১৫ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র‌্যালি ১৪ নভেম্বর ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর থেকে শুরু হয়েছে। ২৮ নভেম্বর এটি ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। বাংলাদেশ হয়ে র‌্যালিটি ১ ডিসেম্বর ভারতের কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করবে। ওবায়দুল কাদের জানান, ডিসেম্বরের ৩-৪ তারিখে এক বৈঠকে চুক্তির আওতায় যান চলাচলের জন্য সংশ্লিষ্ট দেশে ট্রানজিট ফি ও যাত্রী পরিবহনে ভিসা পদ্ধতি চূড়ান্ত হবে। মাশুল ঠিক করা হবে, কোনো আপত্তি উত্থাপিত হলে তা-ও ঠিক করা হবে। তিনি বলেন, চার দেশের সম্মতিতে এ মাশুল নির্ধারণ করা হবে।

সর্বশেষ খবর