শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অদক্ষ শ্রমিকে সৌদি আরবের অনীহা

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার সৌদি আরব অদক্ষ শ্রমিক নিতে অনীহা দেখিয়েছে। এবার তারা আগ্রহ দেখিয়েছে দক্ষ জনশক্তিতে। বেশ কিছু দিন ধরে বাংলাদেশ থেকে পুরুষ জনশক্তি নেওয়া বন্ধ রাখা সৌদি আরবের পক্ষ থেকে প্রকৌশলী, চিকিৎসক, নার্স ও শিক্ষক নেওয়ার কথা জানানো হয়েছে। গতকাল শেষ হওয়া দুই দিনের বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের ১১তম বৈঠকে এ আগ্রহের কথা জানান সৌদি আরবের প্রতিনিধিরা। ঢাকার আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলনকক্ষে বুধবার শুরু হওয়া বৈঠক গতকাল শেষ হয়। এতে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সৌদি শ্রম উপমন্ত্রী ড. আহমদ বিন ফাহাদ আল ফুয়াইদ এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন। বৈঠক শৈষে দুই দেশের ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিতে স্বাক্ষরিত হয় সমঝোতা স্মারক। পরে সৌদি আরবের শ্রম উপমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশিরা অনেক অবদান রাখেন, এ জন্য তাদের ধন্যবাদ। এবার আমরা ডাক্তার, নার্স ও শিক্ষকদের মতো কিছু দক্ষ মানুষ নিতে চাই। সব মিলিয়ে শ্রমবাজার নিয়ে আমাদের চিন্তা অব্যাহত থাকবে। চেষ্টা থাকবে যত সহজে এ প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এ বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করব।’ মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন বলেন, ‘ওমরাহ ভিসা চালুর বিষয়টি নিয়ে সৌদি আরবের সঙ্গে কথা হয়েছে। সে ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান অনিয়ম করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছি।

সর্বশেষ খবর