শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মধ্য আয়ের দেশে উন্নীত হতে বিনিয়োগ খরা বড় বাধা

নিজস্ব প্রতিবেদক

মধ্য আয়ের দেশে উন্নীত হতে বিনিয়োগ খরা বড় বাধা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে সরকারি ও বেসরকারি খাতে চলমান বিনিয়োগ খরা কাটাতে হবে। উচ্চ সুদের হার নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে। উচ্চ সুদের কারণেই উৎপাদনশীল খাতে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। গতকাল রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার‌্যালয়ে ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট’-এ দীর্ঘমেয়াদি অর্থায়নে চার ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গভর্নর বলেন, উচ্চ সুদের প্রতিকূলতা দূর করার লক্ষ্যে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্টে প্রায় ৩০ কোটি ডলারের তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে উৎপাদনশীল খাতে ৫ থেকে ১০ বছর মেয়াদি স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। তহবিল থেকে ব্যবসায়ীরা মাত্র ৬ থেকে ৭ শতাংশ সুদে এ ঋণ পাবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর