শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পৌর মেয়র পদে দলীয় প্রার্থিতার বিধান রেখে বিল পাস

বিদেশি নিবন্ধন আইন হচ্ছে

সংসদ প্রতিবেদক

পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়নে নির্বাচনের বিধানসংবলিত অধ্যাদেশকে আইনে রূপ দিতে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০১৫’ বিলটি জাতীয় সংসদে পাস হয়েছে। তবে নির্বাচন সামনে রেখে তাড়াহুড়া করে বিলটি পাসের সমালোচনা করেন জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যরা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অষ্টম অধিবেশনে গতকাল স্থানীয় সরকার, পলক্ষী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে বিলটির ওপর আনীত সংশোধনীসহ জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এদিকে আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশে বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে তাদের নিবন্ধনের বিধান রেখে সংসদে ‘বিদেশি নিবন্ধন আইন ২০১৪’ উত্থাপিত হয়েছে। জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের গতকালের বৈঠকে বেসরকারি দিবসে এই বেসরকারি বিলটি উত্থাপন করেছেন সরকারদলীয় সদস্য ইসরাফিল আলম (নওগাঁ-৬)। শ্রমিকের মর‌্যাদা দিতে সংসদে বিল : কৃষিশ্রমিক থেকে মালীসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সব শ্রমিকের শ্রমের মর‌্যাদা দিতে সংসদে নতুন একটি বিল উত্থাপিত হয়েছে। বেসরকারি বিল হিসেবে গতকাল জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেছেন সরকারদলীয় সদস্য ইসরাফিল আলম (নওগাঁ-৬)। বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে। এ বিলটি প্রণয়নের ফলে তাদের আইনি ও সামাজিক মর‌্যাদা প্রদান করবে এবং   বিলটি আইনে পরিণত হলে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের বৈষম্যমূলক পরিবেশ কমে আসবে।

সর্বশেষ খবর