শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

যুবলীগের কমিটিতে স্থান পেতে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

যুবলীগের কমিটিতে স্থান পেতে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ

‘বুড়ো’ হয়ে গেছেন বরিশাল যুবলীগের বেশির ভাগ নেতা। দুই যুগ আগে গঠিত কমিটির চার-পাঁচ জন ছাড়া সবাই নিষ্ক্রিয়। এ অবস্থায় সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের দাবি তুলেছেন পদপ্রত্যাশী ও তৃণমূল নেতা-কর্মীরা। জেলা ও মহানগর যুবলীগের নতুন কমিটিতে স্থান পেতে লবিংয়ে ব্যস্ত এক ডজন উঠতি নেতা। খবর দলীয় সূত্রের।

জানা যায়, ২৪ বছর আগে গঠিত বরিশাল জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহিনের চেহারায় বয়সের ছাপ স্পস্ট। তারা ব্যস্ত ব্যবসা নিয়ে। ১৯৯২ সালে গঠিত জেলা যুবলীগের ৫১ সদস্যের কার্যকরী কমিটির চার-পাঁচ জন ছাড়া অন্যরা নিষ্ক্রিয়। আসেন না দলীয় কর্মসূচিতেও। একই অবস্থা মহানগর যুবলীগেও। নিজামুল ইসলাম নিজাম আহ্বায়ক এবং মাহমুদুল হক খান মামুন ও মেজবাউদ্দিন জুয়েলকে যুগ্ম আহ্বায়ক করে ২০০৩ সালে মহানগর যুবলীগের কমিটি গঠিত হয়। এক যুগেও আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় ঝিমিয়ে পড়েন নেতা-কর্মীরা। এ অবস্থায় সংগঠন চাঙ্গা করতে তৎকালীন যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক শাহিন সিকদারকে যুগ্ম আহ্বায়ক পদে কো-অপ্ট করেন। এ ছাড়া সংগঠনের কার্যক্রমে গতি আনতে পরে প্রয়াত সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন হিরণ দুই দফায় জেলা এবং মহানগর ছাত্রলীগের সাবেক নেতাদের কো-অপ্ট করেন যুবলীগে। সব মিলিয়ে মহানগর যুবলীগে এখন সদস্য সংখ্যা ৮০। এ কমিটির বেশির ভাগ সদস্য নিষ্ক্রিয়। কেউ কেউ মান-অভিমান ও পাওয়া-না পাওয়ার হতাশা নিয়ে রাজনীতি থেকে দূরে। এ অবস্থায় জেলা ও মহানগর যুবলীগের কার্যক্রমে গতি আনতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি পদপ্রত্যাশী নেতা-কর্মীদের। বিভিন্ন সময় সম্মেলনের তোড়জোড় হলেও বিবদমান গ্রুপিংয়ের কারণে শেষ পর্যন্ত হয়নি নতুন কমিটি। তবে কয়েক মাস ধরে নতুন কমিটি গঠনের খবরে আবার সরগরম হয়ে ওঠে দলীয় কার্যালয়। এবার আটঘাট বেঁধে নেমেছেন এখানকার জেলা ও মহানগর নেতা-কর্মীরা। নতুন কমিটি গঠনের খবরে চলছে নানামুখী গ্রুপিং-লবিং। শিগগিরই সম্মেলনের মাধ্যমে একই দিন জেলা ও মহানগর যুবলীগের কমিটি গঠন হবে- এ আশায় বুক বেঁধেছেন তারা। তবে আরেকটি সূত্র বলেছে, আগে জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন হবে। তারপর শুরু হবে যুবলীগের কমিটি গঠনের প্রক্রিয়া। সূত্রটি আরও জানায়, আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পাবেন যুবলীগের ‘বুড়ো’ নেতারা। তাদের আওয়ামী লীগে স্থান দেওয়ার পরই জেলা ও মহানগর যুবলীগের কমিটি হবে। এ ক্ষেত্রে উপর থেকে চাপিয়েও দেওয়া হতে পারে কমিটি। তবে বেশির ভাগ নেতাই কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে নেতৃত্ব পেতে চান জেলা ও মহানগর যুবলীগে। এ পর্যন্ত জেলা যুবলীগের সম্ভাব্য সভাপতি হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা তারিক বিন ইসলাম ও বরিশাল ল কলেজের ভিপি রফিকুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিলন ভূঁইয়া ও সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির-উদ্দিন তারিকের নাম নেতা-কর্মীদের মুখে মুখে। তবে রফিকুল ইসলাম খোকন মহানগর যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী। এ ছাড়া মহানগর যুবলীগের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী অর্ধ ডজন। এর মধ্যে বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জসিমউদ্দিন, বরিশাল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ফরহাদ বিন আলম জাকির, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার অন্যতম। সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে নাম শোনা যাচ্ছে মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান ছাবিদ এবং আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরুল আহমেদ উজ্জ্বলের। তবে একটি গ্রুপ বর্তমান আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি করার চেষ্টা করছে। মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতি করার পক্ষে। কিন্তু বিতর্কিত কাউকে যদি মহানগরে নেতৃত্ব দেওয়ার পাঁয়তারা হয়, তাহলে আমি মহানগর যুবলীগের সভাপতি পদ চাইব।’ ভোটের মাধ্যমে নেতৃত্ব চান তিনি। মহানগর সভাপতি পদপ্রত্যাশী আরেক নেতা ফরহাদ বিন আলম জাকির বলেন, ঝিমিয়ে পড়া যুবলীগকে চাঙ্গা করতে কাউন্সিলে গোপন ভোটের মাধ্যমে মহানগর কমিটি চান নেতা-কর্মীরা। এতে যোগ্যরা নেতৃত্ব পাবেন বলে তিনি মনে করেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, আগে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হবে। তারপর মহানগরের চার থানাসহ সব ইউনিটে যুবলীগ-ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের কমিটি হালনাগাদের কাজ শুরু করবেন নতুন নেতৃত্ব। তবে একটি পক্ষ বিভ্রান্তি ছড়িয়ে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ এমপি যুবলীগের কমিটি গঠনের বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর