শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
জোড় ইজতেমা শুরু

জুমার নামাজে লাখো মুসল্লি

টঙ্গী প্রতিনিধি

জুমার নামাজে লাখো মুসল্লি

টঙ্গী ইজতেমা ময়দানে গতকাল জুমার নামাজে অংশ নেন লাখো মুসল্লি -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর সন্নিকটে টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ নদের তীরে গতকাল শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। প্রথম দিনে জুমার নামাজে ছিল লাখো মুসল্লি। টঙ্গী ও আশপাশ এলাকার মুসল্লিরা এতে শরিক হন। নামাজ পড়ান কাকরাইল মসজিদের ইমাম মাওলানা যোবায়ের। নামাজ শেষে ইমান-আমল, নামাজ-রোজা, জান্নাত-জাহান্নাম, দাওয়াতে তাবলিগের মেহনত এবং ছয় উসুলের মৌলিক বিষয়ের ওপর আলোচনা হয়। জোড় ইজতেমায় অংশ নিতে মুসল্লিরা বৃহস্পতিবার রাতেই আসতে শুরু করেন। ময়দানের উত্তর-পশ্চিম কর্নারে নির্মাণ করা হয়েছে বিদেশিদের জন্য কক্ষ। ইতিমধ্যে ৪০০-৫০০ বিদেশি মুসল্লি এসে উপস্থিত হয়েছেন। আগত মুসল্লিদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান ও মুসল্লিদের জিকির-আজকারের  মধ্য  দিয়ে শুরু হওয়া জোড় ইজতেমা ২৪ ডিসেম্বর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ৮ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমা।

ইজতেমা ময়দানের মুরব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, গতকাল থেকে শুরু হয়েছে জোড় ইজতেমা। মূলত দাওয়াতে তাবলিগের মেহনতের ওপর দিকনির্দেশনামূলক আলোচনা এবং বিশ্ব ইজতেমা সফল করতেই জোড় ইজতেমা হয়। মুসল্লিদের ২৪ ঘণ্টা সেবা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর