শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জমেছে আয়কর মেলা

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো ঢাকাসহ দেশের ৭টি বিভাগীয় শহরে আয়োজিত শীতকালীন আয়কর মেলার দ্বিতীয় দিন গতকাল সাপ্তাহিক ছুটি থাকায় ছিল জমজমাট। তিন দিনব্যাপী এই মেলা শেষ হচ্ছে আজ বিকালে। মেলার মূল কেন্দ্র রাজধানীর বেইলী রোডে গতকাল সকাল ১০টায় মেলা শুরু হওয়ার আগেই সেখানে জড়ো হন শত শত নবীন-প্রবীণ করদাতা। তারা স্বতঃস্ফ‚র্তভাবে আয়কর রিটার্ন ফরম পূরণ করে সরকারি কোষাগারে নিজেদের কর পরিশোধ করেন। এবারের মেলায় শুধু করদাতাদের আয়কর রিটার্ন ফাইল জমা নেওয়া এবং নতুন-পুরনো করদাতাদের ই-টিআইএন রেজিস্ট্রেশন ও পুনঃরেজিস্ট্রেশনের সুবিধা দেওয়া হচ্ছে। বেইলী রোডের অফিসার্স ক্লাব ছাড়াও রাজধানীতে আরেকটি শীতকালীন আয়কর মেলা হচ্ছে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩২ গরীব-ই-নেওয়াজ এভিনিউর কর অঞ্চল-৯ এর কার্যালয়ে। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে রংপুর, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল এবং চট্টগ্রামে চলছে তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলা-২০১৫। এই মেলায় করদাতারা ওয়ানস্টপ সেবা নিতে পারছেন। প্রতিদিনের মতো আজ শেষ দিনও সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আয়কর মেলা প্রাঙ্গণ থাকবে সবার জন্য উম্নুক্ত। এ প্রসঙ্গে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ) আবদুর রাজ্জাক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শীতকালীন আয়কর মেলায় করদাতারা ভালো সাড়া দিয়েছেন। এবারের মেলায় কতজন করদাতা রিটার্ন দাখিল, নতুন টিআইএন গ্রহণ ও কত টাকা রাজস্ব জমা হয়েছেÑ তা মেলার শেষ দিন বিকালে জানানো হবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর