শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশ তার স্বপ্নে, আত্নায়

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধশিশু শিখা কানাডার উদ্দেশে যখন বাংলাদেশ ছাড়েন তখন বয়স মাত্র চার মাস। অতটুকু বয়সের কোনো স্মৃতি কিংবা উপলব্ধি কারও স্মরণে আসার কথা নয়, যা তাকে আন্দোলিত করতে পারে। সে শিখাই এ দেশটাকে তার আত্নায় ধারণ করে আছেন। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন, বাংলাদেশেই তার শিকড়, এটাই তার স্বপ্ন।

দেশ ছাড়ার ৪৩ বছর পর বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে শিখার হয়ে কথাগুলো বলছিলেন তারই মেয়ে ২১ বছরের ক্যাটরিনা। ১৯৭২ সালে কানাডার সমাজকর্মী বনি কাপুচিনো ফ্যামিলিজ ফর চিলড্রেনের পক্ষ থেকে ঢাকায় এসে যুদ্ধশিশুদের দত্তক নেওয়ার আয়োজন করেন। তিনি ও তার সহকর্মীরা সে বছরের ১৯ জুলাই ১৫ যুদ্ধশিশু নিয়ে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ পথ অনুসরণ করে যুদ্ধশিশুদের কানাডাসহ বিভিন্ন দেশে দত্তক হিসেবে গ্রহণ করা শুরু হয়। যুদ্ধশিশুদের প্রথম দলে ছিলেন চার মাসের শিখা, যাকে দত্তক নিয়েছিলেন কাপুচিনো দম্পতি।

সর্বশেষ খবর