রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভুয়া সনদ দেওয়ায় ৬ ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড

দুই মিষ্টি কারখানায় ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফকিরাপুলে পরীক্ষা না করে ভুয়া মেডিকেল রিপোর্ট ও সনদপত্র প্রদান করার অভিযোগে ছয়টি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে আদালত ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালায়। দণ্ডিত সেন্টারগুলো হচ্ছে মডার্ন ডায়াগনস্টিক, আল আমিন ডায়গনস্টিক, দেশ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক, বেস্ট ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল, বেনগাজী ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল এবং সুমাইয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল। এর মধ্যে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা, আল আমিন ডায়গনস্টিক সেন্টারকে ৩ লাখ টাকা, দেশ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩ লাখ টাকা, বেস্ট ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা, বেনগাজী ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারকে ৪ লাখ টাকা ও সুমাইয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে রাজধানীর কলাবাগান এলাকার ভাগ্যকুল ও বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই কারখানার মালিকসহ পাঁচজনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুরে লেক সার্কাস রোডে অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি জানান, ভাগ্যকুলের মালিক চঞ্চল ঘোষ ও প্রধান কারিগর মিন্টু মিয়াকে দেড় লাখ টাকা করে জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং কারিগর আবদুল আজিজকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড, বিক্রমপুরের জেনারেল ম্যানেজার রঞ্জন দাশ ও কারিগর মানিক লাল চন্দ্র দাশকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর