রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বে-টার্মিনাল নির্মাণে আর বাধা নেই

------------- গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বে-টার্মিনাল নির্মাণে আর বাধা নেই বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল সকালে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত নান্দনিক চট্টগ্রাম সম্মেলনে ‘সুষ্ঠু নগর পরিকল্পনার জনপদ হোক চট্টগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বঙ্গোপসাগরের হালিশহর-সীতাকুণ্ড উপকূলীয় বেল্টে চট্টগ্রাম বন্দর বে-টার্মিনাল করতে চায়। আমরা বলেছি করতে পারেন তবে, বন্দরের ভারী যানবাহন আমাদের সড়ক ব্যবহার করতে পারবে না। বন্দর তা মেনে নিয়েছে। তাই বে-টার্মিনাল নির্মাণে এখন আর বাধা নেই। আমরা অনুমতি দেব। পরিকল্পিত নগরায়ণের কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) অনেক প্রকল্প হাতে নিয়েছে। আমরা সাগর পাড়ে নান্দনিক গ্রিন সিটি’ করতে চাই। চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তোলা গেলে পর্যটন শিল্প গড়ে উঠবে উলে­খ করে তিনি বলেন, বিশ্বের অনেক দেশের পর্যটন শহর থেকে চট্টগ্রাম অনেক সুন্দর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর