সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রংপুরে নিখোঁজ আতঙ্কে বিএনপি নেতারা

নগর সভাপতির খোঁজ নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকার পরও শেষ রক্ষার পথ খুঁজে পাচ্ছেন না রংপুরের বিএনপি নেতারা। গ্রেফতার নয়, এখন তারা ‘নিখোঁজ’ আতঙ্কে ভুগছেন। তিন দিন আগে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয়ে একদল লোক মহানগর বিএনপি সভাপতি মোজাফফর হোসেনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। গতকাল পর্যন্ত তার সন্ধান না পাওয়ায় অন্য নেতাদের মধ্যে নিখোঁজ আতঙ্ক বিরাজ করছে। ভয়ে অনেক নেতা ঢাকায় পাড়ি জমিয়েছেন। ঢাকায় অবস্থান করছেন মহানগর বিএনপি সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেন, মামলা বা রাজনীতির কারণে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী নেতা-কর্মীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করবে। কিন্তু গ্রেফতারের পর তা অস্বীকার করায় সংশ্লিষ্ট নেতার পরিবার যেমন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে, তেমনি আমরাও নিখোঁজ আতঙ্কে দিন কাটাচ্ছি। অধিকাংশ নেতা এখন রংপুরের বাইরে অবস্থান করছেন।  মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রইচ আহমেদ বলেন, মিথ্যা অভিযোগে পুলিশের দায়ের করা ২১ মামলার আসামি হয়ে ফেরারি দিন কাটাচ্ছি। আদালত জামিন দিচ্ছেন না। প্রতি রাতে পুলিশ বাড়িতে হানা দেয়। দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আছি। এদিকে বিএনপি নেতা মোজাফফরের সন্ধান চেয়ে পুলিশ ও র‌্যাবের দ্বারে দ্বারে ঘুরছেন তার স্বজনরা। গতকাল দুপুরে মোজাফফরের স্ত্রী সুফিয়া হোসেন পুলিশ সুপার আবদুর রাজ্জাকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে স্বামীর সন্ধান দাবি করেছেন।

সর্বশেষ খবর