শিরোনাম
সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাতাল রেল নির্মাণে আগ্রহ জাপানের

নিজস্ব প্রতিবেদক

যানজট নিরসনে ঢাকায় পাতাল রেললাইন নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে জাপান। দেশটিতে সফররত পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে জাপানের পক্ষ থেকে এ ধরনের আগ্রহ প্রকাশ করা হয়। ১৯ নভেম্বর টোকিওতে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করেন জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোতো হায়াসি। বৈঠকে জাপান বহির্বাণিজ্য সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং জাইকার  প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন। পরিকল্পনা মন্ত্রণালয় এসব তথ্য জানায়। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় পাতাল রেললাইন নির্মাণে জাপানের সহায়তা চাওয়া হলে অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোতো হায়াসি ওই প্রস্তাব অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন। তিনি পাতাল রেললাইন নির্মাণে তার দেশের আগ্রহের বিষয়টি উল্লেখ করে এ ব্যাপারে বাংলাদেশকে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার কথা জানান।

সর্বশেষ খবর