সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রপ্তানিতে অগ্রাধিকার পাবে পাটজাত পণ্য : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

রপ্তানিতে অগ্রাধিকার পাবে পাটজাত পণ্য : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য যেসব খাত অগ্রাধিকার পাবে তার মধ্যে পাট ও পাটজাত পণ্য অন্যতম। কারণ পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। গতকাল রাজধানীর মনিপুরীপাড়ায় ঢাকা জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এর সুষ্ঠু বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি ও রপ্তানি অফিসকে এ আইন বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আইন মোতাবেক ধান, চাল, গম, ভুট্টা, সার এবং চিনির মতো ছয়টি পণ্যে পাটজাত মোড়কের যে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, তা খুবই সময়োপযোগী। আইন বাস্তবায়নের মাধ্যমে দেশের পাটশিল্পকে রক্ষা করতে হবে। তিনি বলেন, বিগত বিএনপি সরকার ক্ষমতায় এসে পাটশিল্পকে ধ্বংস করে দিয়েছে। দেশের বড় বড় পাটকল বন্ধ করে দিয়েছে। অনেক মানুষ চাকরিচ্যুত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আগামী ৩০ নভেম্বর থেকে ছয়টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করতে সারা দেশে সাঁড়াশি অভিযান চালানো হবে। তিনি বলেন, এক সপ্তাহব্যাপী এই অভিযান চলবে বিভিন্ন সড়ক, মহাসড়ক, চাল উৎপাদনকারী এলাকা, ঢাকার প্রবেশমুখে। এ জন্য সরকারিভাবে এসব পণ্যের ব্যাগ প্রস্তুত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্লাস্টিক ব্যাগের মতোই অনেক কম দামে এই ব্যাগ সরবরাহ করা হবে। এ জন্য প্রতিটি জেলায় ডিলারও নিয়োগ করা হয়েছে। অর্ডার দিলেই ডিলারের লোকজন ব্যাগ দিয়ে আসবে। সভায় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনার আনিছুর রহমান, পাটকল অধিদফতরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসাইন এবং খাদ্য মন্ত্রণালয়-কৃষি মন্ত্রণালয়-নৌ-পরিবহন মন্ত্রণালয়সহ চালকল মালিক সমিতি, পরিবহন মালিক সমিতি, বিভিন্ন দফতর ও সংগঠনের প্রতিনিধিরা।

সর্বশেষ খবর