সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ডিজিটাল ব্যানার ফেস্টুনে ঢাকা চুয়াডাঙ্গা

জামান আখতার, চুয়াডাঙ্গা

ডিজিটাল ব্যানার ফেস্টুনে ঢাকা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও পক্ষে রাখার চেষ্টা করছেন। রাখছেন নিয়মিত যোগাযোগ। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে ডিজিটাল ব্যানার-ফেস্টুন। জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই চুয়াডাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার এবং সদ্যবিলুপ্ত জেলা যুবলীগ আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। চুয়াডাঙ্গা পৌর এলাকার একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুজনই কয়েক বছর ধরে নির্বাচনী মাঠ প্রস্তুতের কাজে রয়েছেন সক্রিয়। এ ছাড়াও মাঠে আছেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কমিশনার একরামুল হক মুক্তা। অন্যদিকে বিএনপিতেও দুজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা হলেন বর্তমান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক মালিক মজু ও অপর যুগ্ম-আহ্বায়ক খন্দকার আবদুল জব্বার সোনা। জাতীয় পার্টির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বেশ কয়েক বছর ধরেই প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার উদ্দিন দুলু। তবে চুয়াডাঙ্গায় পৌর নির্বাচনের হাওয়া উঠলেও তিনি এখন নিশ্চুপ। দলীয় একটি সূত্র জানায়, দুলু এবার পৌর নির্বাচনে অংশ নেবেন না। তবে জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক সরকার হাসিবুল ইসলাম মাসুদ মেয়র প্রার্থী হবেন।

সর্বশেষ খবর