শিরোনাম
সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

৪০-এ ঋষিজ শিল্পীগোষ্ঠী

সাংস্কৃতিক প্রতিবেদক

৪০-এ ঋষিজ শিল্পীগোষ্ঠী

সম্মাননা প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঋষিজ শিল্পীগোষ্ঠী। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঋষিজ’র ৪০ বছরে পদার্পণের এ আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংগঠনের সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে শিক্ষা ও সাংবাদিকতায় অধ্যাপক সাখাওয়াত আলী খান, সংস্কৃতিতে সৈয়দ হাসান ইমাম ও সংগীতে ফাহমিদা খাতুনকে প্রদান করা হয় গুণীজন সম্মাননা।

আÍবিভাজনের খেলা : নিউইয়র্ক প্রবাসী শিল্পী মিথুন আহমেদের শিল্পকর্ম নিয়ে গ্যালারি টোয়েন্টি-ওয়ানে গতকাল সন্ধ্যায়  শুরু হয়েছে ‘আÍবিভাজনের খেলা’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী একক প্রদর্শনী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর