সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

১৯৬ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি পণ্য

দলীয় মনোনয়নে মেয়র ও চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে ১৯৬টি দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সংসদে প্রশ্নোত্তর পর্বে গতকাল সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। বৈদেশিক মুদ্রার রিজার্ভে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ : বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। গতকাল মো. ইলিয়াস উদ্দিন মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। এদিকে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নে শুধু মেয়র ও চেয়ারম্যান পদে নির্বাচনের বিধান রেখে স্থানীয় সরকারের তিনটি বিল গতকাল পাস করেছে জাতীয় সংসদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকালের অধিবেশনে এই বিল তিনটি কণ্ঠভোটে পাস হয়। বিলগুলো হলো- স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন-২০১৫, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন-২০১৫, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) সংশোধন আইন-২০১৫। সংসদে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল উত্থাপন : আদালত ও পুলিশকে প্রতারণা মামলার বিচার ও তদন্তের ক্ষমতা ফিরিয়ে দিয়ে সংসদে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন ২০১৫ সংসদে উত্থাপিত হয়েছে। বিলে দুর্নীতি দমন কমিশনকে গতিশীল করতে শুধু ঘুষ ও দুর্নীতির অপরাধ তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর