বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অগ্রিম ৩০ হাজার টাকায় চার মাস আগে নিবন্ধন

সংশোধন হচ্ছে হজ নীতিমালা

মোস্তফা কাজল

অগ্রিম ৩০ হাজার টাকায় হজ কার্যক্রম শুরুর চার মাস আগে হজ গমনেচ্ছুরা নাম নিবন্ধন করতে পারবেন। এক্ষেত্রে পূর্ববর্তী বছরের হজ শেষ হওয়ার দুই মাস পর থেকে নিবন্ধন শুরু হবে। চলবে চার মাস। হজ প্যাকেজ ঘোষণার পর নিবন্ধিতরা সরকার নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করলে পাবেন পিলগ্রিম আইডি (পিআইডি)। পিলগ্রিম আইডি ছাড়া কেউ হজে যেতে পারবেন না। হজ ও ওমরাহ নীতিমালা, ২০১৫ চূড়ান্ত করতে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কাজ শেষ করতে কমিটিকে সময় দেওয়া হয়েছে সাত দিন।

জানা গেছে, হজ ও ওমরাহ নীতিমালা, ২০১৪ সংশোধন করে এ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী একটি কমিটি বিষয়গুলো যাচাই-বাছাইয়ের পর সংশোধিত নীতিমালায় অন্তর্ভুক্ত করে তা অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভা বৈঠকে পাঠাবে। নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে যারা সরকার ঘোষিত সময়ের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন না তাদের নিবন্ধনের মেয়াদ পরবর্তী এক বছর পর্যন্ত থাকবে।

সর্বশেষ খবর