বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সবুজের বার্তা নিয়ে এসেছেন ভারতের চার পর্বতারোহী

মাগুরা প্রতিনিধি

সবুজের বার্তা নিয়ে এসেছেন ভারতের চার পর্বতারোহী

জীবনে অন্তত একটি গাছ লাগান ও পরিচর্যা করুন’- এই বার্তা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে সাইকেল ভ্রমণে এসেছেন চার পর্বতারোহী -বাংলাদেশ প্রতিদিন

‘সারা জীবনে অন্তত একটি গাছ লাগান ও পরিচর্যা করুন’- এই সবুজের বার্তা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে সাইকেল ভ্রমণে এসেছেন চার পর্বতারোহী। তারা হচ্ছেন গৌতম ঘোষ, সুশান্ত দাস, লিপিকা বিশ্বাস, উজ্জ্বল পাল। ২১ নভেম্বর কলকাতা থেকে বাইসাইকেলে চড়ে বেনাপোল সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে যাত্রা শুরু করেন। যশোর জেলা পেরিয়ে বর্তমানে তারা মাগুরা অবস্থান করছেন। মাগুরায় তারা বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলে তাদের সবুজের বার্তা পৌঁছে দেন।

মাগুরা ভ্রমণ শেষে গতকাল তারা ফরিদপুর হয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন। সাইকেল নিয়ে বাংলাদেশের পথে পথে তারা ৩০ দিন থাকবেন। ভ্রমণ টিমের অন্যতম সদস্য উজ্জ্বল পাল জানান, তারা চারজনই পর্বতারোহী। এ ছাড়া ভ্রমণবিলাসী। তিনি নিজে গত বছর একই বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন।

সর্বশেষ খবর