শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় ছাত্রী আহত, অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অটোরিকশার ধাক্কায় এক ছাত্রী আহত হওয়ার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। তারা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তিনটি গতিরোধক ও একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। সড়ক ও জনপথ বিভাগ গতিরোধক নির্মাণের কাজ শুরু হলে বেলা ২টায় অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সড়ক অবরোধের কারণে সারা দেশের সঙ্গে লালমনিরহাট ও কুড়িগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। দুর্ভোগের শিকার হন যাত্রী ও চালকরা।  জানা গেছে, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামনে মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিউলী রানী টুম্পাকে একটি অটোরিকশা ধাক্কা দিয়ে চলে যায়। এতে তার মাথা, হাত ও পায়ে প্রচণ্ড জখম হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে বেলা ১১টা থেকে প্রথম গেটের সামনে মহাসড়ক অবরোধ করেন।

সর্বশেষ খবর