বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মান উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, দেশে শিক্ষার হার বাড়লেও গুণগতমান কাক্সিক্ষত স্থানে পৌঁছায়নি। এ জন্য শিক্ষার মান উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। তবেই দেশের শিক্ষাব্যবস্থা আরও এগিয়ে যাবে। রাষ্ট্রপতি গতকাল বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণদানকালে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, খুলনা অঞ্চলে রয়েছে জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী সুন্দরবন ও সামুদ্রিক সম্পদসমৃদ্ধ বিশাল উপকূল। এ জীববৈচিত্র্য ও উপকূলীয় মূল্যবান সম্পদ বিষয়ে গবেষণার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আহ্বান জানান রাষ্ট্রপতি। নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, তোমরা দেশের উচ্চতর মানবসম্পদ। তোমাদের কাছে জাতির প্রত্যাশা অনেক।

সর্বশেষ খবর