বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মোবাইল কোর্ট অ্যাক্টের ১১টি ধারা নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক

মোবাইল কোর্ট অ্যাক্ট-২০০৯ এর ১১টি ধারা সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক বলে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি রিটের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। ২৬ অক্টোবর মোবাইল কোর্ট অ্যাক্ট-২০০৯ এর ৫, ৫(১), (২), (৪), ৭, ৮(১), ৯, ১০, ১১, ১৩ ও ১৫ ধারা চ্যালেঞ্জ করে পিনাকল সোসিং লিমিটেড নামক ফুড সাপ্লিমেন্ট কোম্পানি রিট দায়ের করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর