বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জলবায়ু তহবিল থেকে ঋণ নয়, অনুদান চাইবে বাংলাদেশ : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, জলবায়ু তহবিল থেকে ঋণ নয়, আমরা অনুদান চাইব। কারণ অনুন্নত দেশ হিসেবে আমরা খুব কম পরিবেশ দূষণ করি। আমেরিকা-চীনের মতো রাষ্ট্রগুলোর দায় এক্ষেত্রে সবচেয়ে বেশি। তাই এক্ষেত্রে ঋণ নয়, অনুদান পাওয়া আমাদের অধিকার। আগামী সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বাংলাদেশের অবস্থান তুলে ধরে এসব কথা বলেন। কনফারেন্স অব পার্টিজ (কপ)-২১ এ যোগদান উপলক্ষে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই অবস্থানের কথা জানান।

সর্বশেষ খবর